Governing Body

Principal's Picture   Chairman :
  Asso. Prof. Dr. Khandker Parvez Ahmad
  Chairman, Governing Body

সকলকে শুভেচ্ছা।
আমাদের কলেজের ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। “Education is the backbone of a nation” শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণি সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বীয় অস্তিত্ব নিয়ে মর্যাদাপূর্ণ আসন অর্জন করা সম্ভব না। যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর সমাজ, দেশ, জাতি। শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান মাধ্যম। আমাদের কলেজের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের একটি আধুনিক, সৃজনশীল ও চিন্তাশীল শিক্ষার পরিবেশ প্রদান করা, যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।
কবি জন মিল্টন বলেছেনশিক্ষা হলো- “ শরীর,আত্মা ও মননের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবন। একটি দেশ ও জাতি উন্নত ও সমৃদ্ধ হয় শিক্ষিত, চরিত্রবান, মানবতাবোধ সম্পন্ন নাগরিকের দ্বারা। সেই নাগরিক তৈরীর সর্বাত্মক প্রচেষ্টায় অনবরত কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমাদের কলেজ। আমাদের অঙ্গীকার হলো সুশিক্ষা প্রদানের মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর নাগরিক উপহার দেয়ার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মান করা। উল্লেখ্য যে, আমাদের কলেজ খুব তাড়াতাড়ি নিম্নক্ত কার্যক্রম সুরু করবে। নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সকল কার্যক্রম পরিচালনা, যেমন অনলাইনে বেতন পরিশোধ, ফলাফল, মার্কশিট, ছবিযুক্ত প্রবেশ পত্র, ছবিযুক্ত পাঠোন্নতি পত্র ও অন্যান্য তথ্য, উপাত্ত সংগ্রহের সুবিধা ইত্যাদি । শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কলেজ গেইট এবং শ্রেণী কক্ষে পাঠদান সি.সি টিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা। Punch Card (ডিজিটাল মেশিন) এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয় মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা এবং প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সহ পরিপূর্ণ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের কলেজ আত্মপ্রকাশ করার সকল কাজ করা হবে।আমরা আশা করি ভবিষ্যতে শিক্ষানুরাগী সহ সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি আরও গৌরবময় সাফল্য বয়ে আনবে। আমরা সকলেই জানি, সুশিক্ষাই হলো একটি জাতির আত্ম পরিচয়ের বাহন। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের কলেজের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হিসেবে গড়ে উঠুক। আমাদের শিক্ষা যেন তাদেরকে আরো সমৃদ্ধ করে এবং একটি সফল ও সার্থক জীবন গড়তে ভূমিকা রাখতে পারে।
আমি গভর্নিং বডির পক্ষ থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য অত্র এলাকার শিক্ষানুরাগীসহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় বিভিন্ন পর্বে ম্যানেজিং কমিটিতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবার প্রতি, শিক্ষকদের মধ্যে যাঁরা অবসরে গেছেন তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটির সহকর্মী, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে, তাদের বিদেহী আত্নার প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সহায় হোন।
পরিশেষে, আমি বিশ্বাস করি—আমাদের এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও উজ্জ্বলভাবে এগিয়ে যাবে এবং সমাজ ও জাতির জন্য গর্বের কারণ হবে।
ধন্যবাদ-
Asso. Prof. Dr. Khandker Parvez Ahmad
MBBS(Dhaka), MSc in Diabetes (UK), PhD in Neuromedicine(Italy)
Asso.Prof, & Head of the Department of Neurology
Z.H. Sikder women’s Medical college and Hospital, Dhaka.
www.drkparvez.com
&
Chairman, Governing Body
Mashundia Bhawanipur Khondakar Jobeda Begum Degree College